বুধবার ১৩ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

পড়াশোনা | Centralized Admission Portal: সেন্ট্রালাইজড ভর্তির পোর্টালে জোরদার সাড়া

Kaushik Roy | ০১ জুলাই ২০২৪ ১৫ : ৩০Kaushik Roy


কৌশিক রায়

কলেজে ভর্তির ক্ষেত্রে চলতি বছরে নয়া ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার। ১৯ জুন কলেজে ভর্তির ক্ষেত্রে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই পোর্টালের মাধ্যমে রাজ্যের ১৬টি বিশ্ববিদ্যালয়ের অধীন ৪৬১টি কলেজে বিনামূল্যে আবেদন করা যাচ্ছে। যে কোনও জায়গা থেকেই কলেজে ভর্তির আবেদন করতে পারছেন পড়ুয়ারা। পোর্টাল চালুর পর থেকেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। প্রথম দু’‌দিনে আবেদন জমা পড়েছিল দু’‌লক্ষের বেশি। নয়া এই ভর্তির প্রক্রিয়া চালুর ক্ষেত্রে রাজ্য সরকার যে সফল তাতে সন্দেহ নেই। নিজস্ব কম্পিউটার থেকে তো বটেই, ছাত্রছাত্রীদের সুবিধার্থে রাজ্য জুড়ে বিভিন্ন সংগঠনের তরফে চালু করা হয়েছে ক্যাম্প। সেখানে বসেই পড়ুয়ারা এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারছেন। পাশাপাশি, বিভিন্ন সাইবার ক্যাফেতে বসেও চলছে ফর্ম ফিল–আপ। উত্তর কলকাতার হেদুয়া এলাকার এক ক্যাম্পে বসে কলেজে ভর্তির আবেদন করছিলেন কৃষ্ণেন্দু মিত্র নামে এক ছাত্র। জানালেন, ‘আমার বি কম নিয়ে পড়ার ইচ্ছে। এই পোর্টালে রাজ্যের সব কলেজেই কী কী বিষয় রয়েছে দেখতে পারছি। সেটা একটা বড় সুবিধা। অ্যাকাউন্টসের সঙ্গে ভাল কম্বিনেশন কোন কলেজে রয়েছে দেখি, সেভাবেই আবেদন করব।’‌

উল্লেখ্য, স্নাতকস্তরে মোট ৭২১৭টি কোর্সের জন্য আবেদন করতে পারছেন পড়ুয়ারা। একজন পড়ুয়া মোট ২৫টি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। জিৎ সাহা নামে এক পড়ুয়ার বক্তব্য, ‘আমার দাদা যখন কলেজে ভর্তি হয়েছিল, তখন বিভিন্ন কলেজের ওয়েবসাইটে গিয়ে সেখানে ফর্ম ফিল–আপ করে তারপর ব্যাঙ্কে টাকা জমা দিতে হত। আমি তো এক জায়গায় বসেই বিভিন্ন কলেজে আবেদন করতে পারছি। এটা একটা বিরাট সুবিধা। তাছাড়া টাকাও লাগছে না’। কেন্দ্রীয় পোর্টালে আবেদন করার আগে একটা রেজিস্ট্রেশনের ব্যবস্থা রাখা হয়েছে। যেখানে ফোন নম্বর এবং ই–মেল আইডি দিলে ওটিপি আসছে। সেই ওটিপি ওয়েবসাইটে দিলেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে রেজিস্ট্রেশন। অনেক পড়ুয়া সেই রেজিস্ট্রেশন করে রেখে দিয়েছেন। প্রথম দিনেই প্রায় ৯০ হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করেছেন। অঙ্কিতা ঘোষাল নামে এক ছাত্রীর কথায়, ‘‌আমি বিএসসি ডিগ্রি নিয়েই স্নাতক সম্পূর্ণ করতে চাই। মূল বিষয়ের সঙ্গে কী কী রাখব সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তাই রেজিস্ট্রেশন করে স্টুডেন্ট আইডি–টা বানিয়ে রেখেছি।’‌ প্রথম ধাপে ৭ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। প্রথম কাউন্সেলিং শেষ হলে দ্বিতীয় ধাপে ফের ২৭ আগস্ট থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।




বিশেষ খবর

নানান খবর

নানান খবর



সোশ্যাল মিডিয়া



07 24